তথ্যপ্রযুক্তি শিক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে দেশব্যাপী শিক্ষা বিস্তার ও মানোন্নয়নে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে শিক্ষার প্রসারে অবকাঠামো নির্মাণসহ সবার জন্য মানসস্মত শিক্ষা নিশ্চিত করতে উপবৃত্তি প্রদান করছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে টাঙ্গাইলের ধনবাড়িতে নওয়ান ইনস্টিটিউশনের শত বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি আরো বলেন, ‘প্রাথমিক পর্যায় থেকে উচ্চ শিক্ষার প্রতিটি স্তরে তথ্যপ্রযুক্তি শিক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।’
ছাত্রছাত্রীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে তোমাদের। এ জন্য তোমাদের সত্যনিষ্ঠা, কর্মঠ ও নৈতিক চরিত্রের আদর্শে আদর্শবান হতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন সার্থক হবে।’
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য ড. আবদুর রাজ্জাক, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, ধনবাড়ি উপজেলা চেয়ারম্যান মীর ফরিদ আহম্মেদ ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দেলোয়ার হোসেন। আদিবাসী সাংস্কৃতিক সংগঠন ও টাঙ্গাইলের স্থানীয় শিল্পীরা নেচে গেয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বরণ করে নেন।