দেশের অর্থনীতি বিশ্বের কাছে ঈর্ষণীয় : গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ জোর কদমে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি আজ বিশ্বের কাছে ঈর্ষণীয়। কারো কারো কাছে রোল মডেল।
আজ বুধবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সফল নারী উদ্যোক্তা সমাবেশে গভর্নর এ কথা বলেন।
ড. আতিউর বলেন, ‘বিশ্ববাসী অবাক বিস্ময়ে আমাদের অগ্রযাত্রা পর্যবেক্ষণ করছে। আজ আমরা বিশ্বের এক নম্বর আশাবাদী জাতি। আর এই কৃতিত্বের সবচেয়ে বড় দাবিদার আমাদের নারী উদ্যোক্তা, কর্মী ও নেতৃত্ব। তাদের ক্ষমতায়ন আমাদের সুষম উন্নয়নে নয়া গতি এনেছে। তাদের অংশ গ্রহণে সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে নয়া যাত্রা যোগ হয়েছে। তবে এতেই আত্মতুষ্টির অবকাশ নেই।’
সমাবেশে নারী উদ্যোক্তদের উদ্দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরো বলেন, ‘দেশের উন্নয়নে নারীদের আরো অবদান রাখতে হবে। নারী উদ্যোক্তা ও নারী কর্মীর হাত শক্তিশালী হলে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা অসম্বব কিছু না। নারীরা শুধু উদ্যোক্তা নন, এক একজন মা। সন্তানদের সুশিক্ষিত করার দায়িত্বও তাঁদের। তাই আপনারা সন্তাদের শিক্ষিত করে দক্ষ জনশক্তিতে পরিণত করুন। একজন শিক্ষিত ও কর্মক্ষম মা-ই পারেন সমাজ, দেশ ও জাতিকে উন্নত করতে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দিন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মো. মতলুবুর রহমান, পর্ষদ ব্রিগেডিয়ার জেনারেল মো. জসীম উদ্দিন, আনসার প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ নুরুল আলম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস-উল ইসলাম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মুঈন উদ্দিন, ঋণগ্রহীতা হনুফা বেগম, পারভিন ইসলাম ও সাখিনা বেগম।
আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের এসএমই পুনরর্থায়নে ১৫ শতাংশ ঋণ যায় নারী উদ্যোক্তাদের অনুকূলে। ক্ষুদ্র ও মাঝারি খাতের প্রতিষ্ঠানগুলোতে অব্যাত অর্থায়ন ও নতুন নতুন উদ্যোক্তাকে ব্যাংক অর্থায়নের আওতায় আনার ফলে গত ছয় বছরে এসএমই খাতে ১৫ লাখের বেশি নতুন কর্ম সংস্থান হয়েছে। আমি আশা করি, কেন্দ্রীয় ব্যাংকের নীতি উদ্যোগ বাস্তবায়নে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক তার নিজস্ব কর্মপরিকল্পনা নিয়ে নিরন্তর আমাদের পাশে থাকবে এবং দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। ব্যাংকের মূলধন বৃদ্ধির লক্ষ্যে সদস্যদের শেয়ার ক্রয়ে উদ্বুদ্ধ করা প্রয়োজন। সহনীয় সুদে এবং গ্রাহক সেবার মান বাড়িয়ে নারীর ক্ষমতায়ন ও নারীর আত্মকর্মসংস্থানে অবদান রাখতে বেশি বেশি সৃজনশীল উদ্যোগ গ্রহণ করতে হবে। গ্রামীণ এলাকায় সোলার ও বায়োগ্যাস খাতে ঋণ বাড়াতে হবে। এভাবে গ্রিন ব্যাংকিংয়ের ওপর জোর দিতে হবে।’ পরে তিনি ভারতে অনুষ্ঠিত এসএ গেমসে স্বর্ণ পদক পাওয়া মাবিয়া আক্তারসহ ২৮ ক্রীড়াবিদকে ক্রেস্ট ও পুরস্কার দেন।