ঝালকাঠিতে টমটম উল্টে প্রাণ গেল চালকের
ঝালকাঠিতে ধানবোঝাই টমটম গাড়ি উল্টে চালক ইউনুস হাওলাদারের (৫০) মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩১ মে) বিকেলে সদর উপজেলার বহরমপুর জোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টমটমচালক বিনয়কাঠি ইউনিয়নের বাজেতপুর গ্রামের মৃত আতাহার হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে বহরমপুর গ্রামের মিলন হাওলাদারের ধান নিয়ে কড়াপুর থেকে আসার পথে বহরমপুর এলাকার জোড়াবাড়ি মসজিদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে টমটম গাড়ি উল্টে যায়। এ সময় টমটমের ওপরে থাকা মিলন লাফিয়ে বেঁচে গেলেও চালক ইউনুসের পা গাড়ির সঙ্গে আটকে থাকায় নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। গুরুতর আহত চালককে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে তিন মারা যান।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, নিজের টমটম উল্টে চালকের মৃত্যু হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।