যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় যুবক নিহত
রাজধানীর যাত্রাবাড়ী থানার চৌরাস্তা মোড় এলাকায় বাসের ধাক্কায় মো. মিরাজ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২ জুন) সকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তুহিন গণমাধ্যমকে বলেন, ‘আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে (মিরাজ মিয়া) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরাজ মিয়ার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম মো. লোকমান খান। এখনও তার পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।’
এসআই তুহিন আরও বলেন, ‘আমরা স্থানীয়দের থেকে জানতে পারি, মিরাজ মিয়া নামের ওই যুবক যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন খবর দিলে আমরা এসে তাকে উদ্ধার করি। ঘাতক বাসটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।’