স্কুলছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষোভ
শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের আমজাদিয়া একাডেমির অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে অফিস সহকারী মাসুদুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত অফিস সহকারীর বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ রোববার (৪ জুন) দুপুরে শিক্ষার্থীরা বিদ্যা লয়ের মাঠে থেকে প্রতিবাদ মিছিল নিয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় যায়।
এ সময় অভিযুক্তকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে ছাত্রছাত্রীদের ক্লাসে পাঠান পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
আমজাদিয়া একাডেমি ও পুলিশ সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা বাজারের আমজাদিয়া একাডেমির অফিস সহকারী মাসুদুর রহমান গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অফিস কক্ষে ডেকে শ্লীলতাহানি করেন। পরে তার চিৎকারে স্কুলের অন্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে ওই ছাত্রী রক্ষা পায়। এ নিয়ে ওই ছাত্রী স্কুলের প্রধান শিক্ষকের বরাবর লিখিত অভিযোগ দেয়।
এ ঘটনার পর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অভিযুক্ত অফিস সহকারী মাসুদুর রহমানকে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করে। আর ঘটনাটি তদন্ত করার জন্য ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
আজ রোববার স্কুলের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে না গিয়ে স্কুলের মাঠে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি নিয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় যায়।
পরে পুলিশ অভিযুক্তকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা স্কুলে চলে যায়।
ভুক্তভোগী ওই ছাত্রীর অভিাযোগ, ‘গত মঙ্গলবার সকালে স্কুলে এলে মাসুদ স্যার আমাকে কক্ষের ভেতরে ডাকেন। আমি বুঝতে পারিনি তিনি আমার সঙ্গে এমন আচরণ করবেন। তার এমন আচরণে আমি ভয় পেয়ে যাই। চিৎকার করলে অন্য শিক্ষার্থীরা ছুটে গিয়ে আমাকে উদ্ধার করে।’
আন্দোলনরত শিক্ষার্থীরা বলে, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদে আমরা পড়ালেখা করতে চাই। আমার বোনের সঙ্গে যে আচরণ করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
অভিযুক্ত মাসুদুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাকে বিদ্যালয় থেকে স্থায়ী বরখাস্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
আমজাদিয়া একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়া বলেন, ‘এক শিক্ষার্থী আমাদের অফিস সহকারীর বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ করে। ওই অভিযোগের ভিত্তিতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত অফিস সহকারী মাসুদুর রহমানকে এক মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী সময়ে স্থায়ী বরখাস্ত করা হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি বুঝানোর চেষ্টা করছি।’
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি বলেন, ‘আমজাদিয়া একাডেমির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।’