বাবা দিবসের সেরা ৫ উপহার
একটি পরিবারের জন্য মা যেমন বৃক্ষের মত থাকেন। বাবাও তেমনি মাথার ছাদের মত হয়ে থাকেন। বাবারা নিজের শখ বাদ দিয়ে পরিবারের সবার ইচ্ছা পূরণে ব্যস্ত থাকে। অথচ নিজে সেই পাঁচ বছর আগের শার্টটি পড়েই হয়ত অফিসে যান। আমাদের না জানিয়ে তারা অসংখ্য ত্যাগ স্বীকার করেন। সব সন্তানের কাছেই তার বাবা সুপারম্যান। আগামী ১৮ জুন পালিত হবে বাবা দিবস। এই দিনে বাবাকে কিছু উপহার দিয়ে বিশেষ করে তুলতে পারেন দিনটি।
পারফিউম
পারফিউমের বোতল প্রতিটি অনুষ্ঠানের জন্য একটি আদর্শ উপহার। বাবা দিবসও এর ব্যতিক্রম নয়। এমন একটি ব্র্যান্ডের পারফিউম নির্বাচন করুন যা আপনার বাবা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন। বা তিনি অনেক দিন ধরেই কিনতে চেয়েছিলেন। আপনি এটি তার আলমারিতে চুপচাপ রেখে দিতে পারেন। এতে করে আপনার বাবা চমকে যাবে।
দাড়ির আইটেম
দাড়ির যত্নের আইটেমগুলো উপহার দিতে পারেন। যদি আপনার দাড়ির যত্ন নিতে ভালবাসেন তবে এটি হবে শ্রেষ্ঠ একটি উপহার। এ সব কিটে মুখ এবং দাড়ি ধোয়া, দাড়ি বৃদ্ধির তেল, দাড়ি নরমকারী, দাড়ি চিরুনি, কাঁচি এবং আরও অনেক কিছু থাকে। তাই এটি হতে পারে আপনার জন্য বিশেষ উপহার।
স্মার্টওয়াচ
আপনার বাবার জন্য আরেকটি ব্যতিক্রমী উপহার হতে পারে স্মার্টওয়াচ। একটি স্মার্টওয়াচ আপনার বাবার স্বাস্থ্যের উপর নজর রাখবে। আপনার বাবা অবশ্যই এটি পছন্দ করবেন। এগুলোতে হার্ট রেট ট্র্যাকার থাকে। এমনকি প্রতিদিনের সমস্ত ক্রিয়াকলাপও ট্র্যাক করতে পারবেন তিনি।
ওয়ালেট
আপনি আপনার বাবাকে মানিব্যাগ উপহার হিসেবে দিতে পারেন। যখনই তিনি তার মানিব্যাগটি খুলবেন, এটি তাকে আপনার কথা মনে করিয়ে দেবে। এ ক্ষেত্রে চামড়ার মানিব্যাগগুলো বেছে নিন। সম্ভব হতে ভিতরে আপনার একটি ছবি দিয়ে দিন।
টাই এবং কাফলিংক কম্বো
টাই এবং কাফলিংক এর সেট আপনার বাবার জন্য মার্জিত এবং স্টাইলিশ উপহার হতে পারে। এটি তার পোশাকে একটি ব্যক্তিগত স্পর্শ যোগ করবে। চেষ্টা করুন কালো বা ধূসর রঙের টাই ও কাফলিংক কিনতে। এতে করে তিনি যে কোন রঙের শার্টের সঙ্গে এই কম্বোটি পড়তে পারবেন।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া