ঢাকার কথা ২৬
ঘোড়দৌড়
ইংরেজ সাহেবদের মাধ্যমে ঢাকায় ঘোড়দৌড়ের প্রচলন শুরু হয়েছিল। ১৮২৫ সালে ঘোড়দৌড়ের প্রবর্তন করেন ইংরেজ ম্যাজিস্ট্রেট চার্লস ডস। তবে ষাটের দশকের আগে তা জনপ্রিয় হয়ে ওঠেনি। ঢাকায় ঘোড়দৌড়কে জনপ্রিয় করায় নবাব আবদুল গনির অবদান রয়েছে। এখানে ঘোড়দৌড়ের প্রধান মাঠ ছিল আজকের সোহরাওয়ার্দী উদ্যান আর সেকালের রেসকোর্স ময়দান। বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত এখানে ঘোড়দৌড় অনুষ্ঠিত হতো। শনি, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ঘোড়দৌড়ের আয়োজন হতো। এ উপলক্ষে শনি ও রোববার পূর্ণ দিবস এবং মঙ্গল ও বৃহস্পতিবার অর্ধদিবস অফিস-আদালত বন্ধ থাকত।
ঘোড়দৌড়ের ঘোড়া হতো বেশ তাগড়া এবং এ ধরনের ঘোড়াকে বিশেষ যত্ন করা হতো। এসব ঘোড়ার খাদ্যতালিকায় রাখা হতো খড় বিচালি আর ছোলা। ঘোড়াকে গোসল করিয়ে খড় দিয়ে ঘষে ঘষে শরীর মসৃণ ও চকচকে করা হতো। ঘোড়দৌড়ের আগে ঘোড়ার পায়ের খুড়ায় বিশেষ ধরনের লোহার নাল লাগানো হতো। একশ্রেণির কামার এই নাল বানাতে দক্ষ ছিল।
ঘোড়দৌড়ের ঘোড়া খুব দামি হতো। নবাববাড়ির সদস্য এবং ঢাকার ধনী অভিজাতরা এসব ঘোড়ার ক্রেতা ছিলেন। ঘোড়া রাখার অশ্বশালা বা ঘোড়াশালকে ঢাকার মানুষ বলত ‘আড়গাড়া’। পুরান ঢাকার অনেক স্থানে আড়গাড়া গড়ে ওঠার কথা জানা যায়। এন পি পোগজ ছিলেন ঢাকার পোগজ স্কুলের প্রতিষ্ঠাতা। তাঁর বাসা ‘সুধাময় হাউসে’র অবস্থান ছিল বর্তমান আরমানিটোলায়। এই বাড়ির উত্তর দিকে একটি বড় আড়গাড়া ছিল। বেশির ভাগ ঘোড়ার মালিক নিজস্ব অশ্বশালা তৈরি করতেন।
ঘোড়ার দেখাশোনার দায়িত্ব পালন যিনি করতেন, তাঁকে বলা হতো ‘সহিস’। অনেকে অতিরিক্ত সহিস না রাখলে কোচোয়ানরাই সহিসের দায়িত্ব পালন করতেন। সহিস ছাড়াও ঘোড়দৌড়ের সঙ্গে আরেকটি পেশাজীবী জড়িত ছিল। তাঁরা ছিলেন পেশাদার অশ্বারোহী। ইংরেজিতে বলা হতো ‘জকি’। ঘোড়দৌড়ের দিন তাঁরা রঙিন পোশাক পরে ঘোড়ায় চড়তেন। জকির ঘোড়া পরিচালনা করার ওপর জেতার সম্পর্ক ছিল। জকিদের বা ঘোড়ার পিঠে থাকত বিশেষ নম্বর। এই নম্বরের ওপরই বাজি ধরা হতো।
ঘোড়দৌড়কে ঘিরে আরেকটি পেশাজীবীর উদ্ভব হয়। তাঁরা ছিলেন এক ধরনের ছোট পুস্তিকার ফেরিওয়ালা। ঘোড়দৌড়কে ঘিরেই এই পুস্তিকা প্রস্তুত করা হতো। ঘোড়দৌড় সম্পর্কে নানা রকম ‘রেস-টিপস’ থাকত এখানে। তাই মুখে মুখে পুস্তিকাটি ‘রেসটিপ’ নামে পরিচিত হয়ে যায়। শনিবারের ঘোড়দৌড়টি ছিল সবচেয়ে জাঁকালো। এদিন রেসটিপস ফেরিওয়াদের ছোটাছুটি বেড়ে যেত। তাঁরা ঘুরে ঘুরে রেসটিপস বিক্রি করতেন। এই রেসটিপসগুলোতে সাধারণত যেসব বিষয় থাকত তার মধ্যে ছিল বিভিন্ন অঞ্চলে ঘোড়দৌড় প্রতিযোগিতার তালিকা, ঘোড়ার জকিদের নাম, এখানে সম্ভাব্য বিজয়ীদের নামের পূর্বাভাসও দেওয়া হতো।
পুরান ঢাকার জিমখানা ক্লাব ঘোড়দৌড় পরিচালনার প্রধান ভূমিকা পালন করত। এই ক্লাব থেকেও একটি রেসটিপস বের করা হতো। তা ছাড়া ‘চান মিয়া সাহেবের রেসটিপস’ নামে আরো একটি জনপ্রিয় রেসটিপস ছিল। একসময় এই চান মিয়া সাহেব পৌরসভার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতেন।
ইংরেজ শাসনামলে ইউরোপীয়রা নিজের সংস্কৃতির ঘোড়দৌড় চালু করে। ক্রমে এই খেলায় দেশি অনেকে যুক্ত হতে থাকে। আনন্দের পাশাপাশি খেলাটি একসময় জুয়াখেলার মতো নেশায় পরিণত হয়। টাকার বিনিময়ে ঘোড়ার ওপর বাজি ধরা হতো। এই নেশায় ঢাকাবাসী অনেক ধনী ও মধ্যবিত্ত পরিবারের নিঃস্ব হয়ে যাওয়ার কথা জানা যায়।
ঘোড়দৌড়ের মাঠে ঘোড়ার দৌড়ের জন্য কাঠের রেলিং দিয়ে রো আলাদা করা হতো। ঘোড়দৌড় বন্ধ হয়ে যাওয়ার পরও রেসকোর্স ময়দানে অনেক দিন পর্যন্ত কাঠের রেলিং টিকে ছিল।