প্রাইম ব্যাংকের পর্ষদ সভা রোববার
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী রোববার (১৬ জুলাই) বিকেল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (১২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রে জানা গেছে, আসন্ন পর্ষদ সভায় কোম্পানিটির সমাপ্ত প্রান্তিকের (৩০ জুন, ২০২৩) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এরপর পর্ষদ সদস্যরা প্রতিবেদনটি অনুমোদন দিলে সেটি প্রকাশ করা হবে।
গত প্রান্তিকে প্রতি শেয়ারে ৯২ পয়সা আয় করেছিল কোম্পানিটি।