বঙ্গবন্ধু সামিট স্কোয়াশ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
‘বঙ্গবন্ধু সামিট স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৩’-এর চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে এ খেলা শুরু হয়।
এর আগে চলতি মাসের শুরু থেকে ১০ তারিখ পর্যন্ত আঞ্চলিক পর্বে গোপালগঞ্জ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বিকেএসপি, সিলেট, কুমিল্লা এবং ঢাকার ২০টি ক্লাব ও প্রতিষ্ঠানের ১৭৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন। আঞ্চলিক পর্বে বিজয়ী ৭০ জনকে নিয়ে নয়টি গ্রুপে শিরোপার চূড়ান্ত লড়াই হয়।
বেলুন ও ট্রফি উন্মোচনের মাধ্যম চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হোসেন ও বাংলাদশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জি এম কামরুল ইসলাম।
ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেন, ‘আগামী দিনের জাতীয় দলের খেলোয়াড় তৈরি ও স্কোয়াশ খেলার পুনর্জাগরণ ও খেলাটি ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’
বাংলাদশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সামিট পাওয়ার লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফেডারেশনের সদস্য, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।