সপ্তাহজুড়ে সূচক ও লেনদেনে উত্থান
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১ দশমিক ২৩ শতাংশ। আজ শনিবার (২২ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে চার হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল চার হাজার ২৫৭ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪৭৮ কোটি ১৯ লাখ চার হাজার ৪৮৯ টাকার বা ১১ দশমিক ২৩ শতাংশ লেনদেন বেড়েছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ২৪ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে ছয় হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে বাজার মূলধনের শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক আগের সপ্তাহের চেয়ে দশমিক ২৪ পয়েন্ট কমে দুই হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক তিন দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ বেড়েছে। ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এরমধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ২৩টির। আর ১৯৭টির দাম ছিল অপরিবর্তিত।