জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী কাজী সামিতা আশকা নেহার ঝুলন্ত মরদেহ তার ভাড়াবাসা থেকে উদ্ধার করা হয়েছে। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার ভাড়াবাসা থেকে সামিতাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কাজী সামিতা আশকার সহপাঠী সামিহা বলেন, ‘আশকা আমবাগান এলাকায় চারজন জুনিয়রের সঙ্গে বাসা ভাড়া করে থাকতেন। ঘটনার সময় রুমমেটরা কেউই বাসায় ছিলেন না। বন্ধুর সঙ্গে ঝগড়া হওয়ার পর থেকে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এরপর রুমমেট ও সহপাঠীরা বাসায় এসে তাকে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। এরপর পুলিশে খবর দেওয়া হয় এবং তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ‘প্রাথমিকভাবে সামিতা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করেছি। বন্ধুর সঙ্গে ঝগড়ার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে জানতে পেরেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে গভীর রাতে স্বজনদের কাছে তার মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।’