সাংবাদিক সুভাষ চৌধুরীর স্মরণসভায় ‘সুভাষের সৌরভ’ গ্রন্থের মোড়ক উন্মোচন
সাতক্ষীরায় এনটিভির প্রয়াত স্টাফ রিপোর্টার সুভাষ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও ‘সুভাষের সৌরভ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে শহরের লেকভিউ কনভেনশন সেন্টারে সাতক্ষীরার সাংবাদিক সমাজের উদ্যোগে এই আয়োজন করা হয়।
এদিন ‘সুভাষের সৌরভ’ বইটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রয়াত সুভাষ চৌধুরীর সহধর্মিণী মিনতি চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুভাষ চৌধুরী ছিলেন সাংবাদিকদের জন্য একটি প্রতিষ্ঠান। তিনি যুগ যুগ ধরে সাংবাদিকদের মাঝেই বেঁচে থাকবেন। তিনি মারা যাওয়ার পর তার ছেলে চন্দন চৌধুরীকে একটি পক্ষ ষড়যন্ত্র করে সাংবাদিকতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। খুব শিগগিরই তাদের সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা জাতীয় পার্টির সভাপতি আজহার হোসেন, নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, সমাজসেবক আবুল কালাম বাবলা, নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি আব্দুল জলিল, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।
২০২২ সালের ২০ সেপ্টেম্বর সাংবাদিক সুভাষ চৌধুরী বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এনটিভির স্টাফ রিপোর্টার ও যুগান্তরের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।