হারানো ৪৭টি মোবাইল ফোনসেট উদ্ধার পুলিশের
মেহেরপুরে হারানো ৪৭টি মোবাইল ফোনসেট ও মোবাইল ব্যাংকিং প্রতারণার শিকার গ্রাহকের ৯৭ হাজার টাকা উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উদ্ধার করা মোবাইল ফোনসেট ও টাকা মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার রাফিউল আলম।
পুলিশ সুপার জানান, গত পহেলা সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মেহেরপুরের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৪৭টি মোবাইল ফোনসেট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারিত হওয়া নয় ব্যক্তির মোট ৯৭ হাজার টাকা দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। এসব মোবাইল ফোনসেট ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, এর মধ্যে সদর থানার ১৬টি, গাংনী থানার ১১টি ও মুজিবনগর থানার ২০টি মোবাইল ফোনসেট রয়েছে। এ ছাড়া মেহেরপুর সদর ও মুজিবনগর থানা এলাকায় মোবাইল ব্যাংকিং প্রতারণার ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে সাইবার ক্রাইম ইনভেস্টেগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।