সাইপ্রাসে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ
সাইপ্রাসে ইসরায়েলি দূতাবাসের অতি নিকটেই একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২১ অক্টোবর) সকালের দিকে হওয়া এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তারা বলছে, পাইপ বোমা বিস্ফোরণে কোনো হতাহত হয়নি। ক্ষয়ক্ষতি হয়েছে সামান্য। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, সাইপ্রাসের স্থানীয় সময় রাত ১টা ৩৭ মিনিটে (গ্রিনিচ মান অনুযায়ী সময় শুক্রবার ২২:৩৭) রাজধানী নিকোশিয়ায় বোমা বিস্ফোরণের এই ঘটনা ঘটে। ইসরায়েলি দূতাবাস থেকে ৩০ থেকে ৪০ মিটার দূরে পাইপ বোমাটি বিস্ফোরিত হয়। ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের চলা লড়াইয়ের মধ্যেই বিস্ফোরণ হলো।
এএফপি বলছে, ইসরায়েল-হামাসের চলমান লড়াই তৃতীয় সপ্তাহে পড়েছে। গত ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে এক হাজার ৪০০ এর বেশি ইসরায়েলি প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।
হামাসের হামলার জবাবে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ক্রমাগতভাবে চালানো হামলায় চার হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক ও শিশু।
সাইপ্রাসে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণের বিষয়ে দেশটির পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। সেখানে একটি পাইপ বোমার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। আতশবাজি তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক পাইপ বোমাটিতে ব্যবহার করা হয়েছিল।
পুলিশ বলছে, সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স ১৭ থেকে ২১ এর মধ্যে। এর মধ্যে গ্রেপ্তারকৃত দুজনের পায়ের ছাপ ঘটনাস্থলের পাশেই পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের পরিচয় এখনও প্রকাশ করেনি তারা।
এএফপি বলছে, সাইপ্রাসে একটি বিশাল ইহুদি সম্প্রদায় বাস করে। ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর থেকে পুলিশ ইসরায়েলি দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে।