সুনামগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
সুনামগঞ্জে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে নক আউট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল হুদা মুকুট।
বিশেষ অতিথির বক্তব্যে দেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ। এ সময় জেলা প্রশাসন ও জেলার ক্রীড়াবিদরা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলারা বেগম প্রমুখ
প্রথম দিনের খেলায় সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলা অংশগ্রহণ করে। নক আউট পদ্ধতির খেলায় জেলার ১২ উপজেলার ১২টি দল অংশগ্রহণ করবে। ১১ নভেম্বরের ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টর সমাপ্তি হবে।
জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং বর্তমান প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে মূলত জেলা প্রশাসক গোল্ডকাপের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে প্রতি উপজেলা থেকে একটি করে দল অংশগ্রহণ করেছে।