তুরস্কে ফেসবুক ও টুইটার বন্ধ
তুরস্কে বন্ধ করে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টুইটার। গতকাল রোববার দেশটির রাজধানী আংকারায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে ৩২ জন নিহত ও ৭৫ জন আহত হয়।
তুরস্কের রাজধানী আংকারার প্রধান চত্বর কিজিলে এলাকায় ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। হামলার পর ওই এলাকার বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে থাকে।
রুশ সংবাদ সংস্থা আরটি এক প্রতিবেদনে জানিয়েছে, আত্মঘাতী বোমা হামলায় ক্ষতিগ্রস্ত এলাকার ছবি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়তে থাকলে কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয়।
আদালতের আদেশের পর তুরস্কের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ টিআইবি সামাজিক মাধ্যম দুটি বন্ধ করে দেয় বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
এর ফলে ফেসবুক ও টুইটারে এখন আর তুরস্ক থেকে কেউ ঢুকতে পারছেন না। তবে ভিপিএনের মাধ্যমে ব্যবহারকারীরা এই দুই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছেন বলে ব্রিটিশ দৈনিক দিগ ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে।
তবে কতদিন এই নিষেধাজ্ঞা থাকবে সে ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ বা আদালতের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
গত বছরও সাময়িকভাবে টুইটার বন্ধ করা হয়েছিল তুরস্কে। জঙ্গিদের হাতে নিহত একজন বিচারকের ছবি টুইটারে ছড়িয়ে পড়তে থাকলে সে সময় টুইটার বন্ধ করা হয়েছিল।