ডেইরি ফার্ম থেকে কর্মচারীর গলাকাটা মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় একটি গরুর ফার্ম থেকে সোহাগ মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী বাজারের মাশা আল্লাহ ডেইরি ফার্ম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোহাগ কিশোরগঞ্জের কুলিয়ারচর বিথিয়ারকান্দি এলাকার শাহিদুল ইসলামের ছেলে। তিনি এক বছর ধরে রায়পুরার মাশা আল্লাহ ডেইরি ফার্মে কাজ করছিলেন।
পুলিশ জানায়, রায়পুরায় হুমায়ন কবিরের গরুর ফার্মের ভেতরে রক্তাক্ত একটি মরদেহ পড়ে আছে—এমন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে সোহাগ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফার্মের অপর কর্মচারী রকিব জানিয়েছেন, সোহাগ ঘটনার আগের রাতে সারা রাত জেগে ছিলেন। ঘুমাননি। সকাল বেলায় বলেছেন, ‘আমার ভালো লাগছে না। আমার স্ত্রী-সন্তান মেরে ফেলেছে। আমি বেঁচে থেকে লাভ কী?’ এসব কথা বলে বারবার হাটাহাটি করছিলেন। তখন তার মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যায়। হঠাৎ দেখতে পাই তিনি একটি ব্লেড ও দুট সুই নিয়ে হাঁটছেন। পরে দেখি তার নিজের গলায় ব্লেড দিয়ে আঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণ দেখে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি।’
নিহত সোহাগের স্ত্রী মোসেনা বলেন, ‘সৎ ভাইবোনেরা বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই আমাকে ও আমার সন্তানদের অত্যাচার ও মারধর করত। এসব বিষয় তাকে জানাই। এ নিয়েই মূলত সে মানসিক চাপে ছিল। আজ সকালে খবর পাই সে মারা গেছে।’
রায়পুরা থানার ওসি আজিজুর রহমান বলেন, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে জমিসংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কিছুটা ঝামেলা ছিল। গলায় ব্লেডের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।