বিএনপির কেন্দ্রীয়নেতা আইয়ুব জামিনে মুক্ত
এক মাসেরও বেশি সময় কারাগারে থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক টি এস আইয়ুব। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
গত ১১ নভেম্বর যশোরের বাঘারপাড়া এলাকা থেকে ডিবি পুলিশ টি এস আইয়ুবকে আটক করেছিল বলে জানিয়েছেন বাঘারপাড়া বিএনপির নেতারা। যদিও ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, যশোর শহরের মণিহার এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল। এরপর যশোর কোতোয়ালি থানা পুলিশের দায়ের করা একটি নাশকতা মামলায় আটক দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
টিএস আইয়ুবের ঘনিষ্ট জনরা জানান, কারাগারে থাকাকালীন বাঘারপাড়া ও অভয়নগর থানা পুলিশের করা পৃথক আরও চারটি মামলায় তাঁকে আটক দেখানো হয়।
এ চার মামলায় টিএস আইয়ুব যশোরের জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পান। আর কোতোয়ালি থানা পুলিশের করা মামলায় জামিন পান হাইকোর্ট থেকে। তাঁর আইনজীবী আব্দুল লতিফ লতা জানান, হাইকোর্টের জামিন আদেশের কপি আজ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর তাঁকে মুক্তি দেওয়া হয়।
জামিনে মুক্ত হয়ে টি এস আইয়ুব বলেন, ‘গ্রেপ্তার-নির্যাতন যতই করা হোক, আমরা মাঠ থেকে সরে যাব না। এলাকার জনগণকে সঙ্গে নিয়ে চলমান অসহযোগ আন্দোলনে সক্রিয় থাকব।’