ভুল সেফটি চেক, ক্ষমা চাইল ফেসবুক
পাকিস্তানের লাহোরে ইকবাল পার্কে আত্মঘাতী বোমা হামলায় ৭২ জন নিহত হওয়ার পর ভুল সেফটি চেক দেওয়ায় ক্ষমা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। গতকাল রোববার ওই হামলা চালানো হয়।
হামলার পরপরই বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীর কাছে সেফটি চেক চালু করার নোটিফিকেশন পৌঁছে যায়।
হনুলুলু থকে ব্রাসেলস বা কায়রো থেকে হংকং পর্যন্ত অনেক দেশের ব্যবহারকারীই এই নোটিফিকেশন পেয়েছেন। যদিও হামলার ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। এ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।
তবে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা ছিল একটি বাগ। কারণ, ফেসবুকের পক্ষ থেকে শুধু পাকিস্তানেই সেফটি চেক অপশনটি চালু করা হয়েছিল। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ফেসবুকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা লাহোর ও এর আশপাশের এলাকার জন্য সেফটি চেক চালু করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে ওই এলাকার বাইরেও অনেক ব্যবহারকারীর কাছে সেফটি চেক দেওয়ার নোটিফিকেশন চলে গেছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এটা ছিল বাগ, যা আমাদের অজান্তে ছড়িয়ে পড়েছিল। আমরা দ্রুত বাগটি শনাক্ত করে তা সরিয়ে ফেলি। যাদের কাছে ভুল নোটিফিকেশন গেছে, আমরা সেসব ব্যবহারকারীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’
শুরুতে শুধু প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে যাওয়া মানুষের জন্য সেফটি চেক চালু করেছিল ফেসবুক। সে সময় শুধু ভূমিকম্প বা বন্যা এ ধরনের দুর্যোগের সময় সেফটি চেক দেওয়া যেত।
তবে পরবর্তী সময়ে বোমা হামলা ও সন্ত্রাসী হামলায় নিরাপদে থাকা মানুষের জন্যও সেফটি চেক অপশনটি চালু করা হয়। গত বছরের নভেম্বরে প্যারিসে হামলার পর সেফটি চেক চালু করেছিল ফেসবুক। সেবারই প্রথম কোনো বোমা হামলার পর সেফটি চেক দেওয়া হয়।
সর্বশেষ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হামলার পর সেফটি চেক অপশনটি চালু করা হয়েছিল। এ ছাড়া নাইজেরিয়া ও তুরস্কে বোমা হামলার পরও সেফটি চেক অপশন চালু করেছিল ফেসবুক।