বরুণ-নাতাশা
কেমন লাগে এ জুটিকে?
বলিউড তারকা বরুণ ধাওয়ান ও স্ত্রী নাতাশা দালাল ২০২১ সালের ২৪ জানুয়ারি দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব নিয়ে তাঁরা মহারাষ্ট্রের আলিবাগের ‘দ্য ম্যানশন হাউস’-এ বিয়ে করেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) বরুণ ধাওয়ান জানান, প্রথমবার বাবা হতে চলেছেন তিনি। অন্তঃসত্ত্বা তাঁর স্ত্রী নাতাশা দালাল। বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল দুজনেই মুম্বাইয়ের জুহুর মানেকজি কুপার এডুকেশন ট্রাস্টের স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছেন। ওই স্কুলেই প্রথম নাতাশাকে দেখেছিলেন বরুণ। এরপর নাতাশা নিউইয়র্কের ফ্যাশন টেকনোলজির ইনস্টিটিউটে পড়তে চলে যান। তার আগেই নাতাশা ও বরুণ দুজনে দুজনের প্রেমে পড়েন। ডেট করতে শুরু করেন। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় এ জুটি। আপনার কেমন লাগে এ জুটিকে?