সিরাজগঞ্জে শিক্ষার্থীকে গুলি করা মেডিকেল শিক্ষকের বিরুদ্ধে দুই মামলা
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক শিক্ষর্থীকে গুলি করার অভিযোগে শিক্ষক রায়হান শরীফের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার (৪ মার্চ) রাতে মামলা দুটি দায়ের করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ ও গুলিবিদ্ধ আরাফাত আমিন তমালের বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত কলেজ শিক্ষককে আজ আদালতে নেওয়া হবে।
এদিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীকে গুলি করার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে এই কমিটি গঠন করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে আহ্বায়ক করে এই কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর ও সহকারী পরিচালক মোহাম্মদ মোহসিন উদ্দিন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
গতকাল সোমবার সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে মৌখিক পরীক্ষা চলাকালে শিক্ষক রায়হান শরীফের হাতে থাকা পিস্তলের গুলিতে তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমাল গুলিবিদ্ধ হন। এ খবরটি ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। পরে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফকে গ্রেপ্তার করে পুলিশ।