আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করে যাব : ড. মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করে যাব। দুই বছর ধরে রাজপথে আছি, রাজপথে এভাবেই আন্দোলন করে যাব।’
আজ বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির উদ্যোগে চরনগরদী খেলার মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে ড. আব্দুল মঈন খান এ কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, ‘আমরা মানুষের অধিকারে বিশ্বাস করি। আমরা মানুষের কথা বলার অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। আমরা মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই।’
সরকারের উদ্দেশে ড. আব্দুল মঈন খান বলেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে আমরা সবাই যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারি। হিংসা ও বিদ্বেষ দিয়ে পৃথিবীতে কোনো দেশ উন্নতি করতে পারেনি। কেবল বাহ্যিক উন্নতি হলে হবে না, এখানে এ দেশের মানুষের মানুষিক উন্নতি সাধন করতে হবে।’
ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সহসভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন ভুঁইয়া, সহসভাপতি আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, যুবদল সভাপতি নেছার আহমেদ খান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ খান, সবুজ হোসেন প্রমুখ।
ব্যাপক ঝড়ো হাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে ইফতার পার্টি শেষ করেন বিএনপির নেতাকর্মীরা।