সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
সারা দেশের মতো সিলেটেও অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। আজ বৃহস্পতিবার (১৬ মে) চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, আজ বিকেল ৩টায় সিলেটে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। বৃষ্টি না হলে এ তাপমাত্রা আরও বাড়তে পারে।
নগরীর জিন্দবাজার এলাকায় প্রচণ্ড গড়মে অজ্ঞান হয়ে এক যুবক মারা গেছেন।
গত তিন-চার দিনের প্রখর রোদ আর অসহ্য গরমে সীমাহীন দুর্ভোগে জনজীবন। গরমে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
মহানগরের জিন্দাবাজারে শপিং মল সিটি সেন্টারের সামনে দুপুর ১২টার দিকে মো. শফিকুল ইসলাম নামে এক যুবক জ্ঞান হারান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমেদের ছেলে।
সিলেট শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ওই যুবককে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে মৃত্যুর কারণ বলতে পারব না। মাথা ঘুরে পড়ে গেছেন—এটুকু জানি। পরীক্ষা করে মৃত্যুর কারণ জানা যেতে পারে।