প্রকাশ হচ্ছে ৩০ খণ্ডে ‘ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলি’
সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য আগামী ২১ বৈশাখ-১৪২৩, ৪ মে-২০১৬ প্রকাশ করতে যাচ্ছে ৩০ খণ্ডে ‘ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলি’। দুই বাংলার স্বীকৃত রবীন্দ্রগবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অনারারি অধ্যাপক সৈয়দ আকরম হোসেন সম্পাদিত হয়ে প্রকাশিত হচ্ছে এই রচনাবলি। তিন বছরের অধিক সময় ধরে সৈয়দ আকরম হোসেনের সম্পাদনা সহযোগী হিসেবে কাজ করেছেন আবুল বাশার ফিরোজ ও অস্ট্রিক আর্যু।
২২ হাজার ৫০০ পৃষ্ঠার বেশি ও দুই শতাধিক রঙিন চিত্রাবলিসহ প্রকাশিত হচ্ছে এই রচনাবলি। রচনাবলির জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের অফসেট কাগজ, যা উৎপাদন করেছে বাংলাদেশে বিশ্বমানের কাগজ উৎপাদন প্রতিষ্ঠান পেপারটেক।
বৃহৎ কলেবরের এই রচনাবলির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৮০০ টাকা। স্বল্পসময়ের জন্য আগামী ১ মে-২০১৬ থেকে এই রচনাবলি পাঠক কিনতে পারবে ১৯ হাজার ৯০০ টাকায়।
অনলাইন বই বিক্রয় প্রতিষ্ঠান রকমারি ডটকমের মাধ্যমে আগে ক্রয় নিবন্ধন (প্রি-অর্ডার) করলে পাঠক আগামী ১৭ থেকে ৩০ এপ্রিল-২০১৬ পর্যন্ত বিনা টাকায় নিবন্ধিত হয়ে এই রচনাবলি কিনতে পারবেন মাত্র ১৬ হাজার ৯০০ টাকায়। সে ক্ষেত্রে ১ থেকে ১৫ মে-২০১৬-এর মধ্যে পূর্ণ টাকা প্রদান করে রচনাবলি গ্রহণ করতে হবে।
রকমারি ডটকমের ওয়েবসাইটে লগইন করে এই প্রি-অর্ডার করতে পারবেন পাঠকরা। তা ছাড়া ১৬২৯৭ ও ০১৫১৯৫২১৯৭১ এই নম্বরে ফোন করেও নিবন্ধন করা যাবে।