জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ
২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবু হানিফ খন্দকারের সভাপতিত্বে ও মিয়া হোসেন রানার সঞ্চালনায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন আতিক হেলাল, তারেক মাহমুদ, ওয়াহিদ নান্নু, বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, রবিউল ইসলাম আব্দুল জলিল, আফজাল হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়ের এই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অমানবিক বৈষম্যের শিকার এই চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মানবেতর জীবনের দ্রুত অবসান হওয়া দরকার। ফ্যাসিস্ট রাজনৈতিক নেতাদের ন্যক্কারজনক আচরণের শিকার হয়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়ে শত শত মানুষ ১৩ বছর ধরে অবর্ণনীয় দুঃখ-দুর্দশা বয়ে বেড়াচ্ছে।’
বক্তারা আরও বলেন, ‘ক্ষমতার দাপটে আদালতকে ব্যবহার করে আমাদের সব ন্যায়বিচার কেড়ে নেওয়া হয়েছে। তাই আমাদের আর হাইকোর্ট দেখাবেন না। অবিলম্বে আমাদের সব সুযোগ-সুবিধাসহ যোগদানের ব্যবস্থা না নিলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোল্লা মাসুমুল হক, মিয়া আল হারুন, ড. ফারুক আহাম্মেদ শিপন, আবদুল করিম, শেখ আতিক উল্লাহ, আবদুজ জাহের মাহমুদসহ কয়েক শ কর্মকর্তা-কর্মচারী।