সুনামগঞ্জে আবদুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের একাদশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে সুনামগঞ্জে।
সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও আবদুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে বুধবার স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মিলাদ মাহফিল ও স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন। আলোচনায় অংশ নেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মুখসেদ আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ওবায়দুর রহমান কুবাদ, সদর উপজেলা কমান্ডার আবদুল মজিদ প্রমুখ।
এ ছাড়া মরহুম আবদুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে কালেক্টরেট মসজিদে দোয়া এবং রমিজ বিপণির আওয়ামী লীগ কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের উদ্যোগেও রমিজ বিপণির আওয়ামী লীগ কার্যালয়ে এই উপলক্ষে বিকেলে স্মরণসভা অনুষ্ঠিত হয়।