ফরিদপুরে ঐতিহ্যবাহী চাপাদাহ বিলে নৌকা বাইচ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিল চাপাদাহে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার সাতৈর ইউনিয়নের বাসিন্দাদের আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে বিল চাপাদাহের দুই পাড়ে হাজার হাজার মানুষের ঢল নামে। বিভিন্ন গ্রাম ও শহর থেকে অসংখ্য মানুষ ভিড় জমায় বেড়দী গ্রামের রাস্তায় ও স্থানীয় লোকজন বিলে নানা রকমের ডিঙি নৌকা, ট্রলারে ও গাছে উঠে নৌকা বাইচ উপভোগ করে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু প্রমুখ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী গ্রামের বাকু শেখের নৌকা। দ্বিতীয় স্থান বিজয়ী হয়েছে পবণ বেগ মধুখালী উপজেলার কুরুকদীয়া গ্রামের নৌকা। তৃতীয় হয়েছে বোয়ালমারী সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কায়েম ফকিরের জলপরী নৌকা।
পরে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নিতাই রায় চৌধুরী।