ময়মনসিংহে আট দিনব্যাপী বিভাগীয় বইমেলা উদ্বোধন
‘ডিজিটাল স্ক্রিনে নয়, বই পড়তে হবে হার্ডকপি। ডিজিটাল স্ক্রিনে বই পড়লে চোখসহ মানুষের বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত হয়। আর বই পড়ার মাধ্যমে মানুষের চিন্তা শক্তি যত দ্রুত সীমাহীরভাবে ছড়িয়ে যায় ডিজিটাল স্ক্রিনে সেটা সম্ভব নয়।‘
আজ শুক্রবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ টাউনহল মাঠে আট দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
বিভাগীয় কমিশনার বলেন, বইমেলায় সর্বোচ্চ বই ক্রেতাকে নয় যিনি বেশি কিনবেন বেশি পড়বেন, তাঁকে বাছাই করে পুরস্কার দিতে হবে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় এই বইমেলা।
আনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার যুগ্ম সচিব মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা সভাপতি আব্দুর রব মোশাররফ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিদওয়ান হোসেন সাগরের বাবা আসাদুজ্জামান।
স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার।
মেলায় আটটি সরকারি প্রতিষ্ঠান ও ৫৭টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠানসহ ৬৫টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করছে। আট দিনব্যাপী বইমেলায় আলোচনা সভা, সেমিনার, উপস্থিত বক্তৃতা, কচিকাঁচার উৎসব, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।