জাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় ধরা পড়ল সেই অটোচালক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিহতের ঘটনায় জড়িত অটোরিকশাচালক আরজু মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (২৫ নভেম্বর) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মীরা আরজু মিয়াকে গেরুয়া এলাকা থেকে আটকের পর থানায় সোপর্দ করে।
আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে সাত দিনের রিমান্ড আবেদন করে পাঠানো হয় ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরজু ওই ঘটনায় নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, অভিযুক্ত রিকশাচালক ঘটনার পরপরই ৭৫ হাজার টাকায় অটোরিকশাটি বিক্রি করে দেন। সন্দেহ থেকে বাঁচতে বিক্রির দলিলে দুর্ঘটনার আগের দিন অর্থাৎ ১৮ নভেম্বরের তারিখ উল্লেখ করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক অলক কুমার বলেন, প্রথম দিকে আরজু মিয়া ঘটনায় নিজের দায় অস্বীকার করেছিলেন। অসুস্থ থাকায় বেশ কয়েকদিন ধরে রিকশা চালাচ্ছিলেন না বলে জানিয়েছিলেন। তবে, তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা নিশ্চিত হয়েছি তিনি ঘটনার দিন ক্যাম্পাসে ঠিকই রিকশা চালিয়েছেন।
গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত দ্রুতগামী রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচি গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। দায়িত্ব অবহেলার অভিযোগে কর্তৃপক্ষ একজন ডেপুটি রেজিস্ট্রার ছাড়াও বরখাস্ত করেন চারজনকে।