সাইফ আলীর হামলাকারী শনাক্ত
মুম্বাইয়ে বলিউড অভিনেতা সাইফ আলী খানের হামলাকারীকে শনাক্ত করেছে ভারতের মুম্বাই পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। ভয়াবহ এই অপরাধ সংঘটনের পর সিঁড়ি দিয়ে নামার সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে সরাসরি সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত সন্দেহভাজন ওই যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এমন প্রতিবেদন প্রকাশ করেছে।
জানা গেছে, সাইফ আলী খানের বাড়ির এক গৃহকর্মীর পরিচিত ওই যুবক। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত একটার দিকে গোপনে ওই বাড়িতে ঢোকেন তিনি। রাত আড়াইটার দিকে গৃহকর্মীর সঙ্গে বাকবিতণ্ডার শব্দ শুনতে পান সাইফ। এরপর সেখানে তিনি গেলে তার সঙ্গে ওই দুষ্কৃতকারীর ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে দুষ্কৃতকারী সাইফ আলীকে ছয়বার ছুরিকাঘাত করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার মধ্যরাতে বান্দ্রার এক বিলাসবহুল বহুতলের ১২ তলায় গিয়ে সাইফ আলী খানকে হামলা চালায় দুষ্কৃতকারী। পরে জরুরি অস্ত্রোপচারের পর বিপদমুক্ত বলে জানিয়েছেন লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা।
দুষ্কৃতকারী যখন সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করে, তখন সাইফের গৃহকর্মী প্রথমে দুষ্কৃতকারীকে আটকানোর চেষ্টা করেন। পরে ধস্তাধস্তির সময় তার হাতেও সামান্য আঘাত লাগে। সেই সময় ঘুমাচ্ছিলেন অভিনেতা। এরপর তার চিৎকার শুনে সাইফ বেরিয়ে আসার পর অনুপ্রবেশকারীর সঙ্গে তার ধস্তাধস্তি হয়।
প্রাথমিক তদন্ত অনুসারে, অনুপ্রবেশকারী জোর করে অভিনেতার বাড়িতে প্রবেশ করেনি, তবে সম্ভবত রাতের কোনো এক সময় লুকিয়ে ঢুকে পড়েছিল।
এদিকে মুম্বাই পুলিশ জানিয়েছে, ওই গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে তিনি ওই দুষ্কৃতকারীকে বাড়িতে ঢুকতে দিয়েছিলেন এবং পরবর্তীতে কোনো বিষয় নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।
ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর রাত সাড়ে তিনটার দিকে সাইফ আলীর বড় ছেলে ইবরাহিম তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার নিউরোসার্জারি হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।