রিয়াদে প্রবাসী চান্দিনা উপজেলা বিএনপির অভিষেক
সৌদি আরবের রাজধানী রিয়াদে হয়ে গেল প্রবাসী চান্দিনা উপজেলা বিএনপির অভিষেক অনুষ্ঠান।
এ সময় টেলিকনফারেন্সের মাধ্যমে কুমিল্লার চান্দিনা উপজেলা থেকে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম।
বিএনপির এই নেতা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করে অবৈধ সরকারের দুঃশাসন ও অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
আমির হোসেন প্রধানের সভাপতিত্বে, সাইজ উদ্দিন আল মামুনের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও প্রধান উপদেষ্টা ইয়াকুব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির প্রধান পৃষ্ঠপোষক সাহাবুদ্দিন ফরাজি। স্বাগত বক্তব্য রাখেন দলের প্রধান পৃষ্ঠপোষক মাহাবুব আলম।
এ ছাড়া সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, কাজী আইউব আলী ও সাইফুদ্দিন নোমানসহ অন্যরা বক্তব্য রাখেন।
সভায় প্রবাসী চান্দিনা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কুমিল্লা জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।