জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আজ
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী আজ সোমবার।
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পাঁচ বছরের মাথায় ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর উত্তম খেতাব পেয়েছিলেন তিনি। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা বিপ্লবের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসা জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭-এর ২১ এপ্রিল। তার পরের বছর ১ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে তাঁর হাতে গড়া রাজনৈতিক দল বিএনপি।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং তিন দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।