মালয়েশিয়ায় চাঁদপুরবাসীর ইফতার মাহফিল
মালয়েশিয়ায় অবস্থানকারী চাঁদপুরবাসী আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।
গতকাল শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রেস্টুরেন্ট বিরতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মালয়েশিয়ায় প্রবাসী চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী ডা. আহমেদ বোরহানের সভাপতিত্বে সাংবাদিক শামছুজ্জামান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন ‘আমরা চাঁদপুরবাসী’ সংগঠনের উদ্যোক্তা মোহাম্মদ আকতার হোসেন গাজী।
শুভেচ্ছা বক্তব্যে আকতার হোসেন গাজী বলেন, ‘মালয়েশিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে চাঁদপুরের বহু কৃতী সন্তান। যাঁরা তাঁদের স্ব স্ব অবস্থানে সফলতার সঙ্গে বসবাস করছেন। তাদের এক ছাতার নিচে আনার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’
তিনি আরো বলেন, মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে অনেক অবদান রয়েছে বাংলাদেশিদের। এখানে বসবাস করছেন চাঁদপুরের বেশ কয়েকজন আলোকিত মানুষ। এ আলোকিত মানুষদের সঙ্গে নিয়ে প্রবাসে আমাদের সুনাম অক্ষুণ্ণ রাখতে চায় মালয়েশিয়ায় অবস্থানকারী চাঁদপুরবাসী।
সেই সঙ্গে চাঁদপুরবাসীকে একত্রিত হয়ে একটি সংগঠনের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে আগত অতিথিরা।
ইফতারের আগে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা হয়। এরপর মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সুস্থতা ও সফলতা কামনা এবং বিশ্বশান্তি কামনা করে দোয়া করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন চাঁদপুরের মোহাম্মদ মোশাররফ হোসেন, মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, দাতু মোহাম্মদ জাম বিন আবদুল কাদের, মোহাম্মদ আবুল কালাম আজাদ, আক্তার হোসেন গাজী, মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ আবু হানিফ, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ ফরিদ গাজী, মোহাম্মদ আব্দুল বারেক দেওয়ান, মোহাম্মদ ফজলুল করিম সোহরাব, মোহাম্মদ জুয়েল মিয়াজী, মোহাম্মদ কালাম, মোহাম্মদ আবদুল মালেক, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, আবুল কালাম, মাহমুদ হাসান সোহাগ, মেক রানা, মোহাম্মদ রাসেল পাটোয়ারী, ডিকে আরিফ সর্দার, মোহাম্মদ শিপন আলী, মোহাম্মদ সেলিম, কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ শান্ত ও শামসুজ্জামান নাঈম।