বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার সকালে এ উপলক্ষে নড়াইলের নূর মোহাম্মদনগরে কোরআনখানি, শোভাযাত্রা, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, গার্ড অব অনার, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছিমা খাতুনসহ বিভিন্ন পেশার মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন।
এদিকে, নূর মোহাম্মদ শেখের সমাধিস্থল যশোরের শার্শা উপজেলার কাশিপুরে কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা।
মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে শাহাদাতবরণ করেন।
এ দিন পাকিস্তানি সেনাবাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়।
মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।
নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। মহিষখোলার নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ নূর মোহাম্মদনগর করা হয়।