মেহেরপুরে বিভিন্ন মামলার ৩২ আসামি গ্রেপ্তার
বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাতে মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলার তিন থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল। এসব অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার আনিছুর রহমান।
মেহেরপুর জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি, জেনারেল রেজিস্টার (জিআর) মামলায় ২২ জন, কমপ্লায়েন্ট রেজিস্টার (সিআর) মামলায় পাঁচজন এবং নিয়মিত মামলার চার আসামি রয়েছেন।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ মাহমুদ জানান, রাতভর চালানো বিশেষ এই অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতকসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।