মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ৩ চাঁদাবাজ নিহত
মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন তিন চাঁদাবাজ নিহত হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার মটমুড়া গ্রামের একতা ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।
নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।
পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি, দুটি রামদা ও দুটি বোমা উদ্ধার করা হয়েছে।
মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) আনিছুর রহমান জানান, মটমুড়া গ্রামের একতা ইটভাটা মালিক খবির উদ্দীনসহ কয়েকটি ইটভাটা মালিকের কাছে মোবাইলে চাঁদা দাবি করে অজ্ঞাত চাঁদাবাজরা। আজ ভোরের দিকে একতা ইটভাটায় ২০-২৫ অস্ত্রধারী চাঁদাবাজ হানা দিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করে। এ সময় পুলিশ পৌঁছালে তারা দুটি বোমা নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ।
গোলাগুলির একপর্যায়ে চাঁদাবাজরা পিছু হটলে ঘটনাস্থলে তিনজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ।
এসপি আরো জানান, নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।