মেহেরপুরে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলায় একটি রাস্তার পাশ থেকে হাবিবুর রহমান (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ধর্মচাকী গ্রাম থেকে হাবিবুরের লাশ উদ্ধার করা হয়।
হাবিবুর রহমান গাংনীর থানাপাড়ার শাহারুল ইসলামের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ধর্মচাকী গ্রামে রাস্তার পাশ থেকে হাবিবুরের যুবকের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশাসক্ত হওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে এটি কোনো হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে।