মেহেরপুরে যুবক গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলায় মনির হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গাংনী থানা পুলিশ মনিরকে গ্রেপ্তার করে।
মনির হোসেনের বাড়ি উপজেলার কসবা গ্রামে। তাঁর কাছ থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শঙ্কর কুমার ঘোষ জানান, গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পাশে গোপালনগর এলাকায় কয়েকজন সন্ত্রাসী অস্ত্র, গুলি ও বোমা নিয়ে অবস্থান করছে বলে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে গ্রেপ্তার করা হয় মনির হোসেনকে। এ সময় দুটি বোমা, একটি এলজি শাটার গান ও দুটি গুলি উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ‘সন্ত্রাসী’ মনির হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছু মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নতুন করে তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।