মেহেরপুরে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
মেহেরপুরে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
আজ রোববার দুপুর থেকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দুই পাশে এ অভিযান শুরু হয়। অভিযানে গাংনী উপজেলার আকুবপুর থেকে তেরাইল বাজার পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তার দুই পাশের কাঁচা-পাকা অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল হায়দার জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সড়ক ও জনপথ বিভাগের বিশেষ নির্দেশনার আলোকে এ কার্যক্রম চালানো হচ্ছে। নির্বাহী হাকিম ও পুলিশের সহযোগিতায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
সড়কের পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে স্থানীয়দের বেশ কয়েকবার জানানো হয়েছে। কিন্তু সেগুলো সরিয়ে নেয়নি তারা। ফলে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে বলে জানান প্রকৌশলী জিয়াউল।