মেহেরপুরে গণিত উৎসব অনুষ্ঠিত
মেহেরপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘গণিতকে আর ভয় নয়, এবার করব জয়’- স্লোগানে এ উৎসবে এক হাজার ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।
আজ শুক্রবার সকালে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন ‘জাগো মেহেরপুর’ এ গণিত উৎসবের আয়োজন করে।
সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলামের সভাপতিত্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে কবুতর উড়িয়ে গণিত উৎসবের সূচনা করেন।
অনুষ্ঠানে মেহেরপুর স্থানীয় সরকারের উপপরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ মাহমুদ, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র গোলদার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ, সংগঠনের উপদেষ্টা তুহিন অরণ্য, মুখপাত্র শোয়েব রহমান প্রমুখ বক্তব্য দেন।
উৎসবের শুরুতে জাতীয় ও গণিত উৎসবের পতাকা উত্তোলন করা হয়।