হাসপাতালে অ্যাম্বুলেন্স থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীর রমনা থানা এলাকায় এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তাঁর স্বজনরা।
নিহতের নাম সুরজান বেগম (৪০)। তিনি মগবাজার মীরবাগ এলাকার একটি বাসায় স্বামী সিরাজ হাওলাদারের সঙ্গে ভাড়া থাকতেন। তাঁদের বাড়ি মাদারীপুর জেলার নাড়ি গ্রামে।
আজ শনিবার দুপুরে রমনা থানার পুলিশ মগবাজার ওয়্যারলেস রেলগেট কমিউনিটি হাসপাতালের সামনে একটি অ্যাম্বুলেন্স থেকে সুরজানের লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য লাশটি সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মোজাফফর হোসেন জানান, সুরজানের স্বজনরা দাবি করেছেন, জমিজমা নিয়ে আত্মীয়স্বজনদের সঙ্গে তাঁর বিরোধ ছিল। সেই কারণে সংসারে শান্তি ছিল না। এসব কারণে সুরজান আত্মহত্যা করে থাকতে পারেন।
লাশটি হাসপাতাল থেকে মাদারীপুরের গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে দুপুর ২টার দিকে হাসপাতালের সামনে থাকা একটি অ্যাম্বুলেন্স থেকে লাশটি উদ্ধার করা হয়।
এসআই জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।