মেহেরপুরে শিক্ষা সফরের ৬ বাসে ডাকাতি
মেহেরপুরের গাংনী উপজেলায় শিক্ষা সফরের ছয়টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতরা বাসযাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ থেকে ছয়টি বাস ভাড়া করে নওগাঁ জেলার পাহাড়পুরের সোমপুর বৌদ্ধবিহারে শিক্ষা সফরে যায়। ফেরার পথে বাসগুলো ঘটনাস্থলে পৌঁছালে গাছ কেটে রাস্তায় ফেলে পথরোধ করে ডাকাতরা। পরে অস্ত্রের মুখে লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বাসযাত্রীদের উদ্ধার করে।
মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম জানান, ডাকাতরা তিন লাখ ৯৯ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, ১০টি দামি স্মার্টফোনসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তার আগেই ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতদের ধরতে অভিযান চলছে।