দুই ব্যবসায়ীকে অপহরণের পর গলা কেটে হত্যা
মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের দুই ব্যবসায়ীকে অপহরণের পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। চাঁদার টাকা পরিশোধ না করায় তাঁদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে নিহতদের পরিবার।
গতকাল রোববার রাতে গ্রামের একটি চায়ের দোকান থেকে দুই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। আজ সোমবার দুপুরে গ্রামের মাঠ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ীরা হলেন সোনাপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে কাঠ ব্যবসায়ী আবদুল মজিদ (৫৫) ও একই গ্রামের তাফছুদ্দীনের ছেলে পোলট্রি ব্যবসায়ী আসাদুল ইসলাম (৫০)।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত পৌনে ১১টার দিকে সোনাপুর গ্রামের মজনু মিয়ার চায়ের দোকানে চা পান করছিলেন মজিদ, আসাদুলসহ গ্রামের কয়েকজন। এ সময় ১০-১২ জন অস্ত্রধারী মজিদ ও আসাদুলকে তুলে নিয়ে যায়। পরে মজিদ ও আসাদুলের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে ১০ লাখ চাঁদা দাবি করে। কিন্তু পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি।
আজ দুপুরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় একটি তামাকক্ষেতে মজিদ ও আসাদুলের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ‘যে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন তাঁরা চাঁদা দেওয়ার মতো লোক, আমার মনে হয় না। চাঁদা দাবিসহ অন্য আনুষঙ্গিক বিষয়গুলো মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।’