খাটের নিচে মিলল ৫ কেজি গাঁজা, নারী আটক
মেহেরপুরের গাংনী উপজেলায় পাঁচ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার গাড়াবাড়িয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক নারীর নাম শাহানাজ খাতুন (৩৫)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ও ধলা পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এসএসআই) রশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গাড়াবাড়িয়া গ্রামে অভিযান চালায়। এ সময় শাহনাজ খাতুনের খাটের নিচ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধারসহ তাঁকে আটক করা হয়।
ওসি আরো জানান, আটক হওয়া ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার পর আদালতে সোপর্দ করা হবে।