মেহেরপুরে কৃষক অপহরণ, আহত ১
মেহেরপুরের গাংনীতে এক কৃষককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। নিজের জমিতে কাজ করার সময় মোশাররফ হোসেন (৩৫) নামের ওই কৃষককে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। এ সময় মোশাররফকে বাঁচাতে গিয়ে আলফাজ উদ্দিন নামের আরেক কৃষক আহত হন।
এ বিষয়ে অপহৃতের চাচাতো ভাই বজলুর রহমান জানান, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফসলের জমিতে পানি দিচ্ছিলেন মোশাররফ হোসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে মোশাররফকে উঠিয়ে নিয়ে যায়। ঘটনার সময় পাশের জমিতে থাকা আরেক কৃষক আলফাজ হোসেন বাধা দিতে গেলে তাঁকেও পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।
অপহরণকারীরা এখন পর্যন্ত কোনো অর্থ দাবি করেনি বলেও জানিয়েছেন বজলুর রহমান।
এ বিষয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, মোশাররফ হোসেন নামের এক কৃষকের অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ওই কৃষকের খোঁজে গাংনী থানা পুলিশের একটি দল চককল্যাণপুর এলাকায় অভিযান চালাচ্ছে।
আবদুল্লাহ আল মাহমুদ আরো জানান, কৃষক মোশাররফ প্রকৃতপক্ষে অপহৃত হয়েছে কি না, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে মোশাররফকে উদ্ধারে কাজ করছে পুলিশ।