মেহেরপুর পৌরনির্বাচনে মেয়র পদপ্রার্থী মতুর মনোনয়ন বাতিল
আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য মেহেরপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাছিম বিল্লাহ মতুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এই মনোনয়নপত্র বাতিল করা হয়।
জেলা নির্বাচন ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় সার্ভারে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মোতাছিম বিল্লাহ মতুর শিক্ষাগত যোগ্যতা লেখা আছে মাধ্যমিক পাস। কিন্তু তিনি মনোনয়নপত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে লিখেছেন স্বশিক্ষিত। প্রার্থীর প্রস্তাবক বদরুদ্দোজার জাতীয় পরিচয়পত্র ও মনোনয়নপত্রে স্বাক্ষর মিল নেই। এই কারণে মোতাছিম বিল্লাহ মতুর মনোনয়ন বাতিল করা হয়। তবে প্রার্থিতা ফিরে পেতে তিনি জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন।
মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন এবং নয়টি ওয়ার্ড ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৮৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। মোতাছিম বিল্লাহ মতুর মনোনয়ন বাতিল হওয়ায় মেয়র পদে নির্বাচনে টিকে রইলেন আওয়ামী লীগ মনোনীত মাহাফুজুর রহমান রিটন, বিএনপি মনোনীত জাহাঙ্গীর বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী নিশান সাবের।