পুলিশের দাবি
মধ্যরাতে এক বাড়ি থেকে জামায়াতের ২৪ নেতাকর্মী আটক
মেহেরপুরে একটি বাড়ি থেকে জামায়াতে ইসলামীর ২৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আশরাফপুর গ্রামের মধ্যপাড়ার জামায়াত নেতা রাজ্জাকের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জনকে আটক করা হয়েছে। তাঁরা ওই বাড়িতে নাশকতার জন্য গোপন বৈঠক করছিলেন।
ওসি আরো জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। আটকরা পুলিশকে জানান, তাঁরা জামায়াতের নেতাকর্মী। তাঁরা দলীয় বৈঠক করছিল।