মেহেরপুর পৌর নির্বাচনে আ. লীগের প্রার্থী এগিয়ে
মেহেরপুর পৌরসভা নির্বাচনে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত আছে। ওই দুটি কেন্দ্র বাদে বাকি ১৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ২০৯ ভোট।
রিটনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি দলীয় প্রার্থী পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস পেয়েছেন ৭ হাজার ৮৪১ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু পেয়েছেন দুই হাজার ৬৩২ ভোট ও নিশান সাবের পেয়েছেন ৫৭ ভোট। বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১১ ও ১২ নম্বর কেন্দ্রের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়। পরে সকাল ১০টার দিকে হঠাৎ ভোটগ্রহণ স্থগিত করা হয়। এর কিছুক্ষণ পরে কেন্দ্র দুটি থেকে নির্বাচনী সরঞ্জাম নির্বাচন অফিসে নিয়ে যাওয়া হয়।
পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, স্থগিত হওয়া কেন্দ্র দুটির মোট ভোটার চার হাজার ৫৬৬ জন। ওই দুটি কেন্দ্রের ভোটগ্রহণের তারিখ পরে জানানো হবে। পুনরায় নির্বাচন সম্পন্ন করার পর এই নির্বাচনের ফলাফল যোগ করে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।