সুনামগঞ্জে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জে হাওরাঞ্চলে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের আলফাত স্কয়ারে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী, হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, বিজন সেন রায় ও অ্যাডভোকেট শেরেনুর আলী, সদস্য সচিব বিন্দু তালকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওরে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং হাওরে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা আরো বাড়াতে হবে।
সুনামগঞ্জের হাওরাঞ্চলে গত কয়েকদিনের কালবৈশাখীতে প্রায় দুই হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে। সেই সঙ্গে কয়েক শতাধিক গাছপালা ভেঙে গেছে।