ত্রাণের চাল না পেয়ে চেয়ারম্যানের ওপর কৃষকের হামলা
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে ভিজিএফের চাল না পেয়ে চেয়ারম্যান হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।
ও টাকা বিতরণের তালিকায় নাম না থাকায় চাল পাননি অনেক কৃষক। সারিতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে চাল না পাওয়ায় হামলা চালিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ কয়েকজনের ওপর।
আজ বুধবার বিকেলের এই ঘটনায় চারজন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে।
আহতরা হলেন ভাটিপাড়া ইউপির চেয়ারম্যান শাহাজাহান কাজী, মেম্বার নগেন্দ্র চন্দ্র দাস, সংরক্ষিত নারী মেম্বার শেফা বেগম ও গ্রাম্য পুলিশ সদস্য। তাঁরা দিরাইয়ের স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ ভাটিপাড়া ইউনিয়নের পানগাঁও গ্রামে সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডে সকাল থেকে ৪০০ জন কৃষক পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। এ সময় সারিতে দাঁড়িয়ে ছিলেন সহস্রাধিক মানুষ। বিকেল সাড়ে ৩টার দিকে তালিকায় নাম না থাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। কথাকাটাকাটির একপর্যায়ে কৃষকদের হামলার শিকার হন ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ অন্যরা। পরে ঘটনাস্থল থেকে পাঁচ কৃষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, ওই ইউপি চেয়ারম্যান তাঁর কাছে অভিযোগ করেন, তালিকায় মোস্তফা নামের এক কৃষকের দুবার নাম ছিল। ভিজিএফের চাল না দেওয়ায় ওই কৃষক গ্রাম থেকে লোকজন নিয়ে সেখানে হামলা চালায়। এ সময় চেয়ারম্যানের কাছে থাকা এক লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করা হয়।
মো. বরকতুল্লাহ খান আরো বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। দোষী প্রমাণিক না হলে তাঁদের ছেড়ে দেওয়া হবে।